ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি নিতে ও প্রার্থীদের আত্মপ্রকাশ করতে একটি যৌথ মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে সমাবেশে শিশুদের দিয়ে মিছিল করিয়ে জনসংখ্যা বাড়িয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাষাই খেলার মাঠ এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরাইয়ের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।
এতে অংশ নিতে ও জনসমাগম দেখাতে শিশু কিশোরদের দিয়ে মিছিল করেছেন চেয়ারম্যান প্রার্থী আজাহার ও আব্দুল লতিফ।
সরজমিনে দেখা যায়, ছোট ছোট শিশু-কিশোরের মাথায় চেয়ারম্যান প্রার্থী আজাহারের ছবি ও নাম সম্বলিত ব্যান টুপি পরিয়ে দেওয়া হয়েছে। একই কাজ চেয়ারম্যান প্রার্থী লতিফের পক্ষ থেকেও করা হয়েছে। শুধু তাই নয় মাদ্রাসার ছাত্রদেরও নিয়ে এসেছেন তারা।
এছাড়া এই প্রার্থীদের বিরুদ্ধে টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করেও নিয়ে আসার কথা জানা গেছে।
সমাবেশ আসা শিশু মিলন বাংলানিউজকে বলে, এক বড় ভাইয়ের কথায় আমি আজাহার কাকার জন্য সভায় এসেছি।
মাদ্রাসার ছাত্র শিহাব বাংলানিউজকে বলে, আমাকে টাকা দিতে চাইছে। তাই আমি ও আমার আরও বন্ধুরা আসছি।
এ বিষয়ে বর্তমান সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী বাংলানিউজকে বলেন, আসলে টাকা ছাড়া বা খাওয়া ছাড়া কি কেউ আসে? আপনারাই বলেন। আর শিশুদের ব্যাপারে আমি কিছু জানি না।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসআরএস