ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে ২ কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ফেনীতে ২ কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত

ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে পশ্চিম রামপুর তেঁতুলগাছ তলায় এ ঘটনা ঘটে।

আহত কাউন্সিলর প্রার্থীরা হলেন-ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল ও গাজর প্রতীকের নুরুল ইসলাম।

তাজুল ইসলাম পাবেল জানান, সকাল ৯টার দিকে ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা ঘেরাও করে মারধর করেন।  

গাজর প্রতীকের নুরুল ইসলাম জানান, রাত থেকেই বহিরাগত দুর্বৃত্তরা কেন্দ্র দখল করে রাখেন। সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করেন । এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নারী ভোটারদেরও লাঞ্ছিত করেছেন তারা।  

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, অভিযোগ অসত্য। ভোটে বিশৃঙ্খলা করার জন্য তারা এসব বলছেন। সুষ্ঠ সুন্দর ভোটগ্রহণ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আতোয়ার রহমান বলেন, হামলার ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ