ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘বিএনপি অভিযোগে ব্যস্ত, ভোটে নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
‘বিএনপি অভিযোগে ব্যস্ত, ভোটে নয়’

ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, বিএনপি অভিযোগে ব্যস্ত থাকে, ভোটে নয়। তারা ভোটে ব্যস্ত থাকলে কেন্দ্রে তাদের দেখা যেত।

শনিবার (৩০ জানুযারি) বেলা ১২টার দিকে শহরের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

স্বপন মিয়াজী বলেন, বিএনপি ভোট না করে পিকনিক করছে। তারা নির্বাচনী মাঠে না এসে অভিযোগের পর অভিযোগ করছে। কেন্দ্রে তাদের প্রার্থী এবং ভোটার কারোই দেখা মিলছে না।

অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল বলেন, রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেয় বহিরাগতরা। সকাল হলেই তারা ভোটকেন্দ্র দখল করে নেয়।

এর আগে সকাল ৯টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।