ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গৌরনদী‌তে বিএন‌পি প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
গৌরনদী‌তে বিএন‌পি প্রার্থীর ভোট বর্জন বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

বরিশাল: ভো‌টে অনিয়ম এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক‌দের ভোটক‌ক্ষে প্রভাব বিস্তা‌রের অভি‌যোগ এনে ভোট বর্জন ক‌রে‌ছেন গৌরনদী পৌরসভা নির্বাচ‌নে বিএন‌পির প্রার্থী জ‌হির সাজ্জাদ হান্নান।  

শ‌নিবার (৩০ জানুয়ারি) দুপু‌রে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাসভব‌নে সংবাদ স‌ম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তি‌নি।


 
এ সময় তি‌নি ব‌লেন, ভোটকে‌ন্দ্রে ভোটার‌দের জোড় ক‌রে নৌকায় ভোট দেওয়ার জন্য বাধ্য করা হ‌চ্ছে। প্রভাব বিস্তার করা হ‌চ্ছে কেন্দ্র থে‌কে কক্ষ পর্যন্ত। নির্বাচন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলাবা‌হিনী‌কে ব‌লেও কো‌নো লাভ হয়নি। তা‌দের সাম‌নে ব‌সে অনিয়ম হ‌লেও তারা ব্যবস্থা নেননি। ভোট মো‌টেও সুষ্ঠুভা‌বে হ‌চ্ছে না। ভো‌টে কারচু‌পি হ‌চ্ছে, আর যার সঙ্গে সরকা‌রের লোকজনই জ‌ড়িত।  

এর আগেও তি‌নি গৌরনদী পাইলট মাধ্য‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে অবস্থানকা‌লে ভোট কারচু‌পির অভি‌যোগ ক‌রেন।  

এ বিষয়ে আওয়ামী লী‌গের প্রার্থী হা‌রিছুর রহমান হা‌রিছ ব‌লেন, ভোট সুষ্ঠুভা‌বেই হ‌চ্ছে। এতে কারচু‌পির অভি‌যোগ ভি‌ত্তিহীন। ভোটাররা স্বতঃস্ফূর্তভা‌বে ভোট দি‌চ্ছেন।
  
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়া‌রি ৩০, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।