ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভূঞাপুর পৌরসভার মেয়র হলেন আ.লীগের মাসুদুল হক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ভূঞাপুর পৌরসভার মেয়র হলেন আ.লীগের মাসুদুল হক  মাসুদুল হক মাসুদ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহান।

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী মো. মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।

ভূঞাপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ১৭ হাজার ৬৯০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।