ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাতিয়ায় আ.লীগের কেএম ওবায়দুল্লাহ বিপ্লব জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
হাতিয়ায় আ.লীগের কেএম ওবায়দুল্লাহ বিপ্লব জয়ী কেএম ওবায়দুল্লাহ বিপ্লব

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় ১৬ হাজার ৯শ ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কে এম ওবায়দুল্লাহ বিপ্লব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আব্দুর রহিম পেয়েছেন ২৮৫৫ ভোট।

 

শনিবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. ইমরান হোসেন।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  

এদিকে হাতিয়ার ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

নোয়াখালীর দ্বীপ হাতিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ৩২হাজার ৩৯৮জন। এর মধ্যে নারী ১৫ হাজার ৬শ৪৫জন ও ১৬ হাজার ৭শ৫৩জন পুরুষ ভোটার। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে কে এম ওবায়দুল্লাহ বিপ্লব ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে কাজী আব্দুর রহিম, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।