বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কে এম আহসান ইমাম (খায়রুল খান) উটপাখি প্রতীকে নির্বাচিত হয়েছেন।
পৌরসভাটির বাকি ৮টি কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে সিকদার মোহাম্মদ খোকন (ডালিম প্রতীক), ৩ নম্বর ওয়ার্ডে মো. আলামীন হাওলাদার (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে লিটন বেপারী (উটপাখি), ৫ নম্বর জি এম আমিনুল ইসলাম (ডালিম), ৬ নম্বর ওয়ার্ডে মো. আতিকুর রহমান শামীম (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে মো. সুজন হাওলাদার (টেবিল ল্যাম্প), ৮ নম্বর ওয়ার্ডে ইখতিয়ার হাওলাদার (টেবিল ল্যাম্প), ৯ নম্বর ওয়ার্ডে মো. মিলন খলিফা (উটপাখি)।
এছাড়া সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১, ২, ৩ নম্বর ওয়ার্ড সেলিনা আক্তার (আনারস), ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে রুনু আলম (আনারস), ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সাবিনা (চশমা)।
১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর গঠিত গৌরনদীর পৌরসভার মোট আয়তন সাড়ে ১১ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ‘ক’ শ্রেণীর এই পৌরসভায় মোট জনসংখ্যা অর্ধলক্ষাধিক। ৩৩ হাজার ৪০৮জন ভোটার অধ্যুষিত এই পৌরসভা নারী ভোটার ১৬ হাজার ৬৯ জন এবং ১৬ হাজার ৭৯৯ জন পুরুষ ভোটার।
তৃতীয় ধাপে গৌরনদী পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয় লাভ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হারিছুর রহমান হারিছ। তিনি ২৩ হাজার ২৭২ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৮৯ ভোট।
** গৌরনদীতে নৌকার প্রার্থী হারিছের হ্যাট্রিক জয়
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএস/এসআরএস