ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজার পৌরসভার মেয়র নৌকার ফজলুর রহমান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
মৌলভীবাজার পৌরসভার মেয়র নৌকার ফজলুর রহমান মো. ফজলুর রহমান

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. ফজলুর রহমান। তিনি ১৩ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

এদিকে নির্বাচন বর্জন করা বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান ৩ হাজার ৭৩২ ভোট পান।  

রোববার (৩১ জানুয়ারি) সকালে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ৯টি ওয়ার্ডের ৮টি ওয়ার্ডে ভোটগ্রহণের মাধ্যমে কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হন। অপরদিকে ৯ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মাসুদ আহমদ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে (উটপাখি প্রতীক) ১ হাজার ৬৬৪ ভোট পেয়ে অ্যাডভোকেট পার্থ সারথী পাল; ২ নম্বর ওয়ার্ডে (উটপাখি) ১ হাজার ১৩৭ ভোট পেয়ে আসাদ হোসেন মক্কু; ৩ নম্বর ওয়ার্ডে (টেবিল ল্যাম্প) ১ হাজার ৯৭ ভোট পেয়ে মো. নাহিদ হোসেন; ৪ নম্বর ওয়ার্ডে (পাঞ্জাবি) ৬৫৬ ভোট পেয়ে সালেহ আহমদ; ৫ নম্বর ওয়ার্ডে (টেবিল ল্যাম্প) ৯৩৭ ভোট পেয়ে ফয়ছল আহমদ; ৬ নম্বর ওয়ার্ডে (উটপাখি) ৮১৯ ভোট পেয়ে জালাল আহমদ; ৭ নম্বর ওয়ার্ডে (ফাইল কেবিনেট) ১ হাজার ৯২ ভোট পেয়ে আনিসুজ্জামান বায়েছ; ৮ নম্বর ওয়ার্ডে (উটপাখি) ১ হাজার ২৫১ ভোট পেয়ে সৈয়দ সেলিম হক ও ৯ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হন মাসুদ আহমদ।

এছাড়া ৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে (আনারস) ২ হাজার ৩২৬ ভোট পেয়ে নাজমা বেগম; ২ নম্বর ওয়ার্ডে (চশমা) ৩ হাজার ৫৫ ভোট পেয়ে জাহানারা বেগম ও ৩ নম্বর ওয়ার্ডে (আনারস) ২ হাজার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন জিম্মি আক্তার।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বিবিবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।