ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বোরহানউদ্দিনে দুই মেয়রসহ ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বোরহানউদ্দিনে দুই মেয়রসহ ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ...

ভোলা: ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ ২৩ জন জামানত হারিয়েছেন। এদের মধ্যে শূন্য ভোট পেয়েছেন ৫ প্রার্থী।

 

এ পৌরসভায় তিন মেয়রসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪ জন। এদের মধ্যে মেয়র প্রার্থী দুই জন, সংরক্ষিত নারী কাউন্সিল দুই জন এবং ২১ জন কাউন্সিলর প্রার্থী।

রোববার (৩১ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- ধানের শীষের মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবির। তিনি পেয়েছেন ৬৬২ ভোট। স্বতন্ত্র পার্থী আব্দুস সালাম (নারিকেল গাছ) পেয়েছেন ২৪৭ ভোট। মেয়র পদে প্রদত্ত ভোট ছিলো ৮ হাজার ২৬৪।

অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুই জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে মেহেরুন আক্তার মুন (অটোরিকশা) পেয়েছেন ৪ ভোট ও লাইজু আক্তার মনি (জবা ফুল) পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ কাউন্সিলর পদে জামানত বাজেয়াপ্ত হয়েছে ১৯ জনের। এদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. ফায়জুল ইসলাম (পাঞ্জাবি) পেয়েছেন ১০৫ ভোট। ২ নম্বর ওয়ার্ডে প্রদত্ত ভোটের সংখ্য ৭৯৯। এখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৪ কাউন্সিলর প্রার্থীর। তাদের মধ্যে নাজিম উদ্দিন পানির (বোতল) ৬ ভোট, আলী আকবর (ব্লাকবোর্ড) ৯৬ ভোট, মো. জহুরুল ইসলাম (ডালিম) ২০ ভোট, রিয়াজ উদ্দিন টেবিল (ল্যাম্প) ৫৩ ভোট পেয়েছেন।

৩ নম্বর ওয়ার্ডে জামানত বাজেয়াপ্ত হয়েছে তিন কাউন্সিলর প্রার্থীর। এদের মধ্যে মো. আক্তার হোসেন (পাঞ্জাবি) শূন্য ভোট, আব্বাস উদ্দিন (ব্লাকবোর্ড) ১৫ ভোট ও মো. ইসমাইল হোসেন (ডালিম) শূন্য ভোট পান। এখানে প্রদত্ত ভোটের সংখ্যা ছিলো ৮৫৬।

পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে ৫ কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- মো. ইলিয়াস (পানির বোতল) ১০২ ভোট, মো. জামাল (টেবিল ল্যাম্প) ২০ ভোট, মো. মোস্তফা কামাল (ডালিম) শূন্য ভোট, মো. সামসুদ্দিন (ব্লাকবোর্ড) শূন্য ভোট ও হাফসা আক্তার মনি শূন্য ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে ভোট কাস্ট হয়েছে ১১৮০টি।

৫ নম্বর ওয়ার্ডে জামানত হারিয়েছেন সাইদুর রহমান লিটন। তিনি (টেবিল ল্যাম্প) ৪ ভোট পেয়েছেন।

৬ নম্বর ওয়ার্ডে জামানত হারিয়েছেন ৪ প্রার্থী। এদের মধ্যে মো. মাহাবুব আলম (টিউবওয়েল) পেয়েছেন ৫৭ ভোট, হুমায়ুন কবির (টেবিল ল্যাম্প) ১১ ভোট, সাইদুল রহমান (পাঞ্জাবি) ৪০ ভোট, সাহাবুদ্দিন (উটপাখি) ১৪৫ ভোট পেয়েছেন। এছাড়া এ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মো. জুয়েল (পাঞ্জাবি) ৩০ ভোট পেয়েছেন।  

বোরহানউদ্দিন উপজেলা সহকারী রিটানিং অফিসার মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করা হয়। সেই নিয়মে বোরহানউদ্দিনে ২৩ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।