বরিশাল: বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু ভোট বর্জন করেছেন। এ সময় তারা ভোটকেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনেছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুুপুরে পৃথকভাবে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপির মেয়র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সকাল ৭টা ৪৮ মিনিটে আমার এজেন্টদের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বের করে দেয় সরকারি দলের লোকজন। তাছাড়া মারধরের ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। ভোটারদের ব্যালট ছিনিয়ে নিয়ে ক্ষমতাসীন দলের লোকজন। ভোটে অনিয়ম হওয়ায় ভোট বর্জন করেছি। বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি নির্বাচন কমকর্তাকে। লিখিতভাবেও জানাবো।
স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু বলেন, ভোটে কারচুপি হচ্ছে। আমার এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি কেন্দ্রে। প্রশাসনও নির্বিকার ভূমিকায়। ভোট কারচুপির কারণে ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র শীল বলেছেন, সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। পৌরবাসী নৌকাকে সমর্থন করেন।
জয়ী হতে না পারার কথা চিন্তা করেই ভোট বর্জন করেছেন ওই দুই মেয়র প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এমএস/আরআইএস