ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাজিতপুরে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
বাজিতপুরে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন এহসান কুফিয়া

কিশোরগঞ্জ: ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী এহসান কুফিয়া।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি  ভোট বর্জনের ঘোষণা দেন।

 

এহসান কুফিয়া অভিযোগ করেন, পৌরসভার সব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সুযোগে আঙুলের ছাপ নেওয়ার পর আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দিচ্ছে। এমতাবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প পথ নেই।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।