ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৃতীয়বারের মতো আখাউড়া পৌর মেয়র হলেন আ.লীগের কাজল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
তৃতীয়বারের মতো আখাউড়া পৌর মেয়র হলেন আ.লীগের কাজল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী তাকজিল খলিফা কাজল বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে গণনা শেষে এ ফলাফল জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান।  

তিনি জানান, নির্বাচনে মেয়র পদে তাকজিল খলিফা কাজল পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন আব্দু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৮ ভোট। এছাড়া নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক ভূইয়া পেয়েছেন ৫৯৫ ভোট এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২১১ ভোট।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।