জামালপুর: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার জন্য জামালপুরের ৪ পৌরসভার ৭৭টি কেন্দ্রে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মক ভোটিংয়ের (প্রশিক্ষণ) আয়োজন করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়।
জামালপুর শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোট দিতে আসা ভোটাররা জানান, প্রথম থেকে ইভিএম নিয়ে তাদের মধ্যে সামান্য ভয় ছিল। কিন্তু আজ ভোট দিতে পেরে সেই ভয় কেটে গেছে। ইভিএম মেশিনে ভোট দেওয়া খুব সহজ।
আগামী ২৮ ফেব্রুয়ারি জামালপুরের ৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো, জামালপুর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভা। ইভিএম পদ্ধতিতে জামালপুরের ভোটাররা প্রথম ভোট দেবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরএ