ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাতির পিঠে চড়ে কেন্দ্রে এসে ভোট দিলেন বৃদ্ধ মজিবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
নাতির পিঠে চড়ে কেন্দ্রে এসে ভোট দিলেন বৃদ্ধ মজিবর

জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভা নির্বাচনে কাশিয়াবাড়ী স্কুলের ভোট কেন্দ্রে নাতির পিঠে চড়ে ভোট দিতে এসেছেন এক পা হারানো ৮০ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমান সরদার।

উৎসব মুখর পরিবেশে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জয়পুরহাট পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়।

শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন জায়গায়।

এ পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ ৫ মেয়রপ্রার্থী এবং ৭০ জন সাধারণ ও ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন। ২২টি কেন্দ্রে ৫২ হাজার ৪৭৩ জন ভোটার রয়েছে।

জেলা রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ