ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চরফ্যাশন পৌরসভার মেয়র আ.লীগের মোরশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
চরফ্যাশন পৌরসভার মেয়র আ.লীগের মোরশেদ মো. মোরশেদ

 ভোলা: ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়ে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) মো. মোরশেদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮৮ ভোট।

এখানে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির পেয়ছেন ৭৪৬ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় ভোটগননা শেষে রির্টানিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ভোলার চরফ্যাশন সহকারী রির্টানিং অফিসার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ পৌরসভায় ৫৯ দশমিক ৭৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।  
 
চরফ্যাশন পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডে স্বপন চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে মো. মফিজ, ৩ নম্বর ওয়ার্ডে আ. মতিন, ৪ নম্বর ওয়ার্ডে আকতারুল আলম সামু, ৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মনির হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাহিদুল হক, ৮ নম্বর ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু জয়ী হয়েছেন।  

এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২, ৩ নম্বর ওয়ার্ড থেকে ফরিদা পারভিন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড থেকে রেজোয়ানা পারভীন (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও ৭, ৮, ৯ থেকে জাহানারা বেগম জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।