ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালীগঞ্জের মেয়র আশরাফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
কালীগঞ্জের মেয়র আশরাফ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ আবারো নির্বাচিত হয়েছেন। তিনি ১৯ হাজার ৩২৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহাবুবার রহমান ৩ হাজার ৭৪ ভোট পেয়েছেন।

পৌরসভায় ২১টি কেন্দ্রে ভোট গ্রহন হয়। মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৫৭৭ জন।  

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, পঞ্চম শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ জয়লাভ করেছেন।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।