ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মহেশপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মহেশপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জয়

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান জানান, মহেশপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুর রশিদ খান।

তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৯৮ ভোট। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কিরন পেয়েছেন ৯৩৬ ভোট ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাহাবুর রহমান পেয়েছেন ৪৭২ ভোট।

এর আগে দুপুর ১টার দিকে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।