ঢাকা: আগামী ৩১ মার্চ বুধবার যশোর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ মার্চ) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে মনোনয়পত্র দাখিল ও বাছাই আগেই সম্পন্ন হয়েছিল। নতুন সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ মার্চ।
যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ৯ ফেব্রুয়ারি যশোর পৌর নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।
সীমানা জটিলতা-সংক্রান্ত এবং ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভোটের পুনর্তারিখ দিল ইসি।
এ পৌরসভায় মেয়র, কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ইইউডি/এমজেএফ