ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি ভোট: মনোয়নপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
ইউপি ভোট: মনোয়নপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার

ঢাকা: দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (১৮ মার্চ)।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ, মনোনয়ন প্রত্যাহার ২৪ মার্চ।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। ৩৭১টি ইউপির মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে ইসি।

ইউপি নির্বাচনে এবারও চেয়ারম্যন পদে দলীয় প্রতীকে এবং সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (১৭ মার্চ) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, দেশের অন্যান্য ইউপিতে পর্যায়ক্রমে কয়েক ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর-২ আসন এবং ১৩ টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলেরও শেষ সময়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।