ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথম ধাপের ইউপি ভোটে প্রার্থী দিলো ১১ দল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
প্রথম ধাপের ইউপি ভোটে প্রার্থী দিলো ১১ দল 

ঢাকা: আসন্ন ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের ভোটে ১১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, মনোনয়নপত্র দাখিল করেছে নিবন্ধিত ১১টি দল।

এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জেপি, জাসদ, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, এনপিপি, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টি ও বাংলাদেশ কংগ্রেস।

ইসিতে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

সবগুলো দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ১ হাজার ৭৫২ জন। চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে ২৭টি ইউপিতে, যাদের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে বা মৃত্যুবরণ না করলে ২৪ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এদিকে ৩৭১ ইউপিতে সাধারণ সদস্য পদে প্রার্থী সংখ্যা ১৪ হাজার ৪৩৫জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী সংখ্যা ৪ হাজার ৩০৩ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, শুক্রবার (১৯ মার্চ) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আগামী ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৫ মার্চ প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।