ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুজানগর পৌরবাসী অবশেষে ভোট দেবেন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
সুজানগর পৌরবাসী অবশেষে ভোট দেবেন রোববার

ঢাকা: আইনি জটিলতা কেটে যাওয়ায় অবশেষে পাবনার সুজানগর পৌরবাসী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন রোববার (৪ এপ্রিল)। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, কয়েকবার আইনি জটিলতার কারণে নির্বাচনটি স্থগিত করা হয়েছিল। অবশেষে রোববার ভোট হচ্ছে। তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনার সুজানগরের পৌরমেয়র নির্বাচিত হয়েছেন। তাই এ পৌরতে কেবল সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই পদে প্রায় তিন ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিএনপি সমর্থক মেয়র পদপ্রার্থী কামরুল হুদা কামাল বিশ্বাস তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় রেজাউল করিম রেজাকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।