ঢাকা: সদ্য প্রয়াত সংসদ সদস্য (এমপি) আসলামুল হকের আসনে প্রথম ৯০ দিনে নয়, পরবর্তী ৯০ দিনে উপ-নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনটি গত ৪ এপ্রিল তারিখে শূন্য হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য পদ পূরণ করিবার জন্য আগামী ২ জুলাই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত দৈব-দূর্বিপাকের কারণে এ দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হইবার ৯০ দিনের মধ্যে উল্লেখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এমতাবস্থায়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।
ঢাকা-১৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক গত ৪ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদেও নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন আসলামুল হক।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিন হিসেব করলে ভোটের শেষ সময় দাঁড়ায় আগামী ১ অক্টোবর। তবে ইসি সচিব মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, এত দেরিতে নয়, বরং জুলাইয়ের মধ্যভাগেই ভোট হতে পারে। তবে সে সিদ্ধান্ত হবে আগামী ২ জুনের কমিশন বৈঠকে।
করোনার কারণে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩ আসনের নির্বাচনও পিছিয়ে দিয়েছে ইসি। এ দু’টি নির্বাচনও হবে পরবর্তী ৯০ দিনে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইইউডি/আরআইএস