ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ২৭, ২০২১
এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার শাহাদাত ফাইল ছবি

ঢাকা: এক মাসের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী। তার সঙ্গে স্ত্রী সারওয়াত চৌধুরী ও পুত্র শাফায়েত হোসেন চৌধুরী যাবেন।


 
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত একটি চিঠি ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে পাঠানো হয়েছে।
 
এতে উল্লেখ করা হয়েছে, স্ত্রী ও পুত্রকে নিয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ৭ জুনের দিকে তিনি রওনা হবেন আর ফিরবেন ৪ জুলাইয়ের দিকে। সফরের ব্যয় নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। এটি তার ব্যক্তিগত সফর।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ২৭, ২০২১
ইইউডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।