ঢাকা: ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় এদিন ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে ভোটগ্রহণ করবে না নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আসনগুলোতে ভোট হবে ২৮ জুলাই।
৮২তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১০ জুন) ভোটের তারিখ পরিবর্তনের এ খবর দেন।
সম্প্রতি জাপার পক্ষ থেকে ভোটের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আবেদন করা হয়েছিল।
ইসি সচিব বলেন, ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে ভোটের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
গত ২ জুন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তার কয়েকদিন পরেই জাপা নেতা জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানান। তাদের যুক্তি ছিল, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবাবাষিকীতে ভোট করার মানসিকতা নেতা-কর্মীদের থাকবে না।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ১০, ২০২১
ইইউডি/এএ