ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মনপুরায় শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ১৭, ২০২১
মনপুরায় শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ভোলা: ভোলার মনপুরা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ভোলা প্রেসক্লাবে মনপুরা ভোট অধিকার বাস্তবায়ন কমিটি এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম এবং মেম্বার প্রার্থী মো. নাসির উদ্দিন।  

লিখিত বক্তব্যে তারা বলেন, ২০০১ সালে জামায়ত বিএনপি আমলে যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেছে এখনও তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হামলা ও মারধর করছে।  

এ সময় প্রার্থীরা আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।