সিলেট: সিলেট-৩ আসনে উপনির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। তারা হলেন- শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন লোমা।
বৃহস্পতিবার (১৭ জুন) রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বাছাইকালে তাদের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া বাছাইয়ে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, বিএনপির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ সংগ্রেস পার্টির প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।
সিলেট-৩ আসনে উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, বাতিলকৃত প্রার্থীদের মধ্যে শেখ জাহেদুর রহমান মাসুম মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশের কোনো তথ্য দেননি। অপর প্রার্থী ফাহমিদা হোসেন লোমা মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশের তথ্য দিলেও যাচাই-বাছাইকালে তা সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি বলেন, বাছাইকালে ওপর চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগমী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এনইউ/আরবি