ঢাকা: আসন্ন লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনে তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্ন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে দু’জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ জুন) ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, লক্ষ্মীপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী ও মো. তারেক আজিজকে ভোটের পরে মোট পাঁচ দিনের জন্য লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচনী অপরাধ ও অন্যান্য অপরাধ আমলে নিয়ে বিচারকাজ পরিচালনার জন্য নিয়োগ করা হলো। এক্ষেত্রে তারা আগামী ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আগামী ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে ইসি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২১
ইইউডি/আরবি