ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেট-৩ আসনে বৈধ অস্ত্র নিষিদ্ধ ৪ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
সিলেট-৩ আসনে বৈধ অস্ত্র নিষিদ্ধ ৪ দিন

ঢাকা: আসন্ন সিলেট-৩ আসনের নির্বাচনে সব ধরনের বৈধ অস্ত্রের প্রদর্শন, বহনের উপর চারদিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই লাইসেন্সধারী ব্যক্তি তার অস্ত্র নিয়ে ভোটের এলাকায় ঘোরাফেরা করতে পারবেন না।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি চিঠি দিয়েছেন।

এতে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত যাতে অস্ত্রের লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করেন সেজন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন।  

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।