ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শিবচরে শপথ নিলেন ১৩ ইউপির সাধারণ ও সংরক্ষিত সদস্যরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
শিবচরে শপথ নিলেন ১৩ ইউপির সাধারণ ও সংরক্ষিত সদস্যরা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে গত ২১ জুন অনুষ্ঠিত হওয়া একটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম ক্যাম মাল্টিপারপাস হলরুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব ও নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ বলেন, নব নির্বাচিত সদস্যরা, আপনারা এমনি একটা সময়ে নির্বাচিত হয়েছেন যখন করোনার মতো ভয়াবহ একটা যুদ্ধ আপনাদের মোকাবিলা করতে হবে। আপনারা শুরুতেই যে দায়িত্ব পেয়েছেন তা যদি ঠিকভাবে পালন করেন, মানবতার সেবা, মানুষের জীবন বাঁচানোর মতো কাজে নিজেদের নিয়োজিত করেন তবেই মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারবেন।

তিনি আরও বলেন, সব পরিষদই একই রকম। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ। সব জায়গার কাঠামো একই ধরনের। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু দেশ পরিচালনার জন্য সাংবিধানিকভাবে দেশ কাঠামো তৈরি করেছেন সেই পবিত্র সংবিধানের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরমেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডা.মো. সেলিম,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ১৯ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানরা।

অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১১৭ জন সাধারণ সদস্য ও ৩৯ জন সংরক্ষিত সদস্য উপস্থিত হয়ে শপথ নিয়েছেন।

গত ২১ জুন দলীয় প্রতীক ছাড়াই উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।