ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচনের সময় শেষ ২৭ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচনের সময় শেষ ২৭ অক্টোবর

ঢাকা: সদ্য শূন্য হওয়া কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচনের সময় আগামী ২৭ অক্টোবর শেষ হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, কুমিল্লা-৭ আসনে ভোটের অনেক সময় আছে।

আসনটি শূন্য হয়েছে খুব বেশি দিন হয়নি। আমরা করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোটের সিদ্ধান্ত নেবো।

তিনি জানান, আগামী ২৩ আগস্ট (সোমবার) কমিশন বৈঠকে বিষয়টি আলোচনার জন্য রাখা হয়েছে।  

নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এক্ষেত্রে শূন্য হওয়া কুমিল্লা-৭ আসনে ৯০ দিন পূর্ণ হবে আগামী ২৭ অক্টোবর।

তবে দ্বৈব দুর্বিপাকের কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও অতিরিক্ত ৯০ দিন সময় নিতে পারেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রায় সব উপ-নির্বাচনে সিইসি সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করেছেন। এ নির্বাচনের ক্ষেত্রেও অতিরিক্ত সময় নিলে তা শেষ হবে আগামী ২৫ জানুয়ারি।

আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মারা গেলে কুমিল্লা-৭ আসন শূন্য হয়। সাবেক এই ডেপুটি স্পিকার পঞ্চমবারের মতো ওই আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ইইউডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।