ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দুই আসনে উপ-নির্বাচনসহ ইউপি ভোট নিয়ে বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
দুই আসনে উপ-নির্বাচনসহ ইউপি ভোট নিয়ে বৈঠক সোমবার

ঢাকা: স্থগিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচন, প্রথম ধাপে স্থগিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৮৪তম ‘কমিশন’ বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, বৈঠক থেকে প্রথম ধাপে স্থগিত থাকা ১৬৭টি ইউপির নির্বাচন, সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ও নয়টি পৌরসভার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভোট হতে পারে।

এছাড়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের প্রক্রিয়া হাতে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। তবে এসব নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় থাকায় করোনা পরিস্থিতি উন্নতির ওপর নির্ভর করে ভোটের সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সীমান্তবর্তী জেলাগুলোর ইউপি নির্বাচন ও নয়টি পৌরসভা নির্বাচন স্থগিত করেছিল ইসি। এসব এলাকায় গত ২১ জুন ভোট গ্রহণের কথা ছিল। সরকার লকডাউন প্রত্যাহার এবং করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পুনরায় ভোটের তারিখ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে জেলা ভিত্তিক করোনা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে বৈঠকে ১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়েও আলোচনা হবে। সভায় বিষয়টির অনুমোদন হলে আগামী মাস থেকেই অপ্রাপ্তবয়সীদের নিবন্ধন সম্পন্ন করে এনআইডি দেওয়া হবে।

সরকার ১৮ বছরের নিচের বয়সীদেরও করোনা টিকা দেওয়ার পরিকল্পনা করছে বিধায় নির্বাচন কমিশন এমন চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের পরিচালক মো. নুরুজ্জামান তালুকদার। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০০৬ বা এর পূর্বে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করবে ইসি। এতে বর্তমানে যাদের বয়স ১৬ ও ১৭ বছর তারাও এনআইডি পাবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ