ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামানত খোয়ালেন শফি-জুনায়েদ  

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
জামানত খোয়ালেন শফি-জুনায়েদ
  জুনায়েদ মোহাম্মদ মিয়া ও শফি আহমদ চৌধুরী

সিলেট: সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে জামানত খোয়ালেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।
 
শনিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে এ দুই প্রার্থী ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি।

যে কারণে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের দু’জনেরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে এমনটি জানা গেছে।
 
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার নিয়ে গঠিত ২৩১ সংসদীয় আসনটিতে মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৮৭৩ জন।  
 
ঘোষিত ভোটের ফলাফলে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৫৯১টি। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে পাঁচ হাজার ১৩৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন।  
 
নির্বাচন কমিশন সূত্র জানায়, জামানত রক্ষায় প্রার্থীদের ১৫ হাজার ৭৩ ভোট পেতে হবে। ন্যূনতম সংখ্যক ভোটও না পাওয়ায় বিধি অনুযায়ী তারা তাদের জামানত হারাবেন।
 
গত শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট-৩ আসনের ১৪৯ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হয়।    
 
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।