ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনী সদরে আ.লীগের মনোনয়ন পেলেন শুসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ফেনী সদরে আ.লীগের মনোনয়ন পেলেন শুসেন

ফেনী: ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল। তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারল সম্পাদক।



শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়। এখানে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

গত ৮ সেপ্টেম্বর তার পক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন জেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

৭ সেপ্টেম্বর তৃণমূলের ভোটাভুটিতে সর্বাধিক ভোট পাওয়ায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডে সুপারিশ করা হয়।

এর আগে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কমের মৃত্যুতে শূন্য হয় ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।