ঢাকা: আসন্ন কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় সোমবার (১৩ সেপ্টেম্বর)। এদিন বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়পত্র দাখিল করতে হবে।
রোববার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, অফিস সময় শেষ হওয়ার পর আর কেউ মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন না।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ৭ অক্টোবর।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। এর আসন শূন্য হওয়ার গেজেট জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো হলে ভোটের তফসিল ঘোষণা করে ইসি।
সাবেক এই ডেপুটি স্পিকার পঞ্চমবারের মতো আসনটি থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছিলেন।
সংবিধান অনুযায়ী, ২৭ অক্টোবরের মধ্যে এ আসনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। চান্দিনা উপজেলা নিয়ে কুমিল্লা-৭ আসনটি গঠিত। এতে আড়াই লাখের মতো ভোটার উপ-নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
ইইউডি/এএটি