ফেনী: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে সোমবার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কিভাবে ভোট দেওয়া যায় তা দেখাতে ভোটের দু’দিন আগে কেন্দ্রে কেন্দ্রে চলছে অনুশীলন বা মক ভোটিং।
ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ইভিএমে মক ভোট শুরু হয়। সোমবার মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে কিনা, তাও বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
মক ভোট প্রয়োগ শেষে একাধিক ভোটার বলেন, যতটা জটিল মনে করেছিলাম, ততটা জটিল না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি এলো আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগলো।
সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাডিং অফিসার মো. কাজী শফিউল ইসলাম জানান, অনুশীলন বা মক ভোটিংয়ে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। ইভিএমের মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসএইচডি/আরবি