ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোদাগাড়ী পৌর নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন রবিউল আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
গোদাগাড়ী পৌর নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন রবিউল আলম

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে রবিউল আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর আগে এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে এ প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সাইফুল ইসলামের কার্যালয়ে গত ১৫ অক্টোবর সকালে যাচাই-বাছাই করা হয়। মামলার তথ্য গোপন করায় ওইদিন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমের প্রার্থিতা বাতিল করা হয়।

এর পর গত ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা ফিরে পেতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে আপিল করেন রবিউল আলম। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সেই আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।  

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান, গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া যায়নি।

এ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থিরা হলেন- আওয়ামী লীগ মনোনীত অয়েজউদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, জামায়াত নেতা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু ও প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

আগামী ৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ এপ্রিল ভারতের একটি হাসপাতালে পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুর মৃত্যু হয়। এতে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।