ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি ভেঙে প্রচারণায় উপজেলা চেয়ারম্যান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আচরণবিধি ভেঙে প্রচারণায় উপজেলা চেয়ারম্যান

সাভার (ঢাকা): ধামরাইয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে আচরণ বিধি ভেঙে এক  চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আজাহার আলীর  প্রচারণায় অংশ নেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।

সেই প্রচারণার একটি ভিডিও এসেছে প্রতিবেদকের কাছে। সেখানে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজাহার আলীর পাশে বসেই নির্বাচনী সভায় যোগ দিয়েছেন উপচেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।

সেই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক আইয়ুব, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজাহার আলী বলেন, গোয়ালদীতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ১০০-১৫০ লোক উপস্থিত ছিলেন। সভায় এমপি বেনজির আহমেদের ছোট ভাই এনামুল হক আইয়ুব, ঢাকা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন উপস্থিত ছিলেন।

আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি বিষয়টি জানতাম না। আর উনি (উপজেলা চেয়ারম্যান) কথাও বলেননি। পরবর্তীতে সচেতন থাকবো। '

এ বিষয়ে সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আওলাদ হোসেন বলেন, বৃহস্পতিবার আমাদের উপজেলা চেয়ারম্যান নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিয়েছেন। আচরণবিধি ভেঙে এভাবে চলতে থাকলে তাহলে আর লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। এ ক্ষেত্রে আমি নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনের দৃষ্টি কমানা করছি।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার বাংলানিউজকে বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারেন না। সে ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অংশ নিতে পারেন না। আমরা তাকে নোটিশ করব।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ