ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোলার ঢালচর ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
ভোলার ঢালচর ইউপি নির্বাচন স্থগিত

ভোলা: ভোটার তালিকা পুর্নবিন্যাস না থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নের ভোটগ্রহণ বন্ধ থাকবে।


 
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল।

সোমবার (০১ নভেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল-মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, তৃতীয় ধাপে চরফ্যাশনের আটটি ইউপির ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু একটি ইউপি (ঢালচর) ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই সাতটি ইউপিতে ভোটগ্রহণ হবে। গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত একটি আদেশ আমরা হাতে পেয়েছি।

আলাউদ্দিন আল-মামুন আরও বলেন, ঢালচরের ভোটার তালিকা পুনবিন্যাস নতুন গ্যাজেট অনুযায়ী হয়নি। তাই ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।

এদিকে, হঠাৎ করেই ভোটগ্রহণ স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই হতাশায় পড়েছেন। নির্বাচনী এলাকায় নেই ভোটের আমেজ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ