ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩য় ধাপের ইউপি ভোট

মনোনয়নপত্র দাখিল মঙ্গলবার বিকেল পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
মনোনয়নপত্র দাখিল মঙ্গলবার বিকেল পর্যন্ত

ঢাকা: দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করা যাবে মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।

একই তফসিলে নয়টি পৌরসভায় অষ্টম ধাপের ভোটগ্রহণ হবে। ফলে এই স্থানীয় সরকারের প্রার্থীদেরও মনোনয়নপত্র একই সময়ের মধ্যে দাখিল করতে হবে।

নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ হবে নভেম্বর।

প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি।  ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

যে নয়টি পৌরসভায় ভোটগ্রহণ হবে, সেগুলো হলো- লক্ষ্মীপুর সদর, পাবনা বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর ও নীলফামারীর নীলফামারী। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

 ইউপির তালিকা দেখতে ক্লিক করুন


বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১ 
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।