ঢাকা: দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করা যাবে মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ হবে নভেম্বর।
প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
যে নয়টি পৌরসভায় ভোটগ্রহণ হবে, সেগুলো হলো- লক্ষ্মীপুর সদর, পাবনা বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর ও নীলফামারীর নীলফামারী। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
ইইউডি/এসআইএস