মাগুরা: মাগুরায় দ্বিতীয় ধাপে সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ।
বুধবার (১০ নভেম্বর) সব কেন্দ্রে ভোট প্রয়োগের সামগ্রী পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রতিটা কেন্দ্রে ভোট প্রয়োগ শুরু হবে।
জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচনে মোট ১৪১ টি কেন্দ্রের মধ্যে ৪২টিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছি। প্রত্যেকটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহ-প্রিজাইডিং অফিসার, ৫জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য কাজ করবেন।
তিনি জানান, এ নির্বাচনে ৪৬ জন চেয়ারম্যান , ৪১৭ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় নির্বাচন পর্যবেক্ষণে র্যাব, বিজিবি, পুলিশের বিশেষ স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের জোরদার টহল থাকবে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জেডএ