ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁয় ২০ ইউপিতে ভোট শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
নওগাঁয় ২০ ইউপিতে ভোট শুরু  নওগাঁর ২০ ইউপিতে ভোট শুরু 

নওগাঁ: নওগাঁ সদর ও রানীনগর উপজেলার ২০টি ইউনিয়নের নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

২০ ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়নে ব্যালোট পেপার এবং সদর উপজেলার ১টি, রানীনগর উপজেলার ১টি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। চেয়ারম্যান পদে সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৬৫ জন ও রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১১টি ভোট কেন্দ্রে মোট ২লাখ ১০হাজার ৯৮২জন ভোটার ও রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৭৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫১ হাজার ৭৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।