মেহেরপুর: মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নের কোমরপুর কেন্দ্রে নৌকা এবং আনারস প্রার্থীর মধ্যে বাক যুদ্ধের ঘটনায় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্র আওয়ামী লীগের নৌকার প্রার্থী রেজাউর রহমান নান্নুর সঙ্গে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের আমাম হোসেন মিলুর বাক যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কোমরপুর ভোট কেন্দ্রে বেশ কিছুক্ষণ ভোটের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় ভোট নেওয়া শুরু হয়।
এদিকে, সাহারবাটি ইউনিয়নের ভ্রমরদাহ কেন্দ্রে প্রতিপক্ষ ভোটারদের ভোটদানে বাধা সৃষ্টি করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেডএ