ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি ভেঙে ভোটকেন্দ্রে এমপি মমতাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
আচরণবিধি ভেঙে ভোটকেন্দ্রে এমপি মমতাজ ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা না করেই কেন্দ্র পরিদর্শনে করছেন এমপি মমতাজ বেগম।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

 

এমপি মমতাজ বেগম বলেন, প্রশাসনের সঙ্গে আলাপ করেই আমি এখানে এসেছি। তারা বলেছে আপনি যেতে পারেন।

আপনাকে দেখে ভোটাররা ভয় পাবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে দেখে ভোটাররা ভয় পায় না বরং আমি না গেলে মন খারাপ করবে। তারা বলে মাস্ক খুলেন একটু আপনাকে দেখি। আমাকে দেখে তারা খুশি হয় আর ভোট দিয়েও তারা খুশি হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।