ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

ফুলগাজীতে জাসদ প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ফুলগাজীতে জাসদ প্রার্থীর ভোট বর্জন মো. সুরুজ্জামান

ফেনী: ফেনীর ফুলগাজীর আমজাদ হাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট বর্জন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) সমর্থিত মশাল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সুরুজ্জামান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমজাদ হাট বাজারে নিজ নির্বাচনী অফিসে উপস্থিত হয়ে গণমাধ্যমের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোট স্থগিতের দাবি জানান সুরুজ্জামান।

চেয়ারম্যান প্রার্থী সুরুজ্জামান অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই বহিরাগত সন্ত্রাসীরা এসে ভোট কেন্দ্র দখল করে নেয়। কেন্দ্র দখল করে তারা এক তরফা নৌকা প্রতীকে ভোট দিতে থাকে। এমন ন্যাক্কারজনক ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।

এদিকে, নৌকা প্রতীকের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মীর হোসেন মীরু বলেন, ভোট কেন্দ্রে কোনো বহিরাগত যায়নি, ভোট অবাধ ও সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল দেখার মতো।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসএইচডি/এসআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।