ঢাকা: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড প্রকল্পে জনবল নিয়োগে যোগসাজশের অভিযোগ পাওয়ায় এক কর্মকর্তাকে বরখাস্ত করলো নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি স্মার্টকার্ড প্রকল্পে (আইডিইএ-২) বিপুল সংখ্যক লোকবল আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়েছে ইসি।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান মো. নাসিমুল হক আউটসোর্সিং জনবল সরবরাহকারী ফার্ম রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যানের কাছ থেকে আইডিইএ-২ প্রকল্পের জনবল নিয়োগ সংক্রান্ত পাঁচটি প্যাকেজের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধ অর্থ লেনদেন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। যা পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ৬৪ (১) ও (২) পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩(খ) ও (ঘ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তাই মো. নাসিমুল হককে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ৬৪ (৩) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
সম্প্রতি পাঁচটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় আড়াই হাজার জনবল নিয়োগ দেওয়া হয় আইডিইএ-২ প্রকল্পে। এক হাজার ৮০৫ কোটি টাকার এই প্রকল্পের অর্থের যোগান দেওয়া হচ্ছে সরকারি তহবিল থেকে। প্রকল্পের আওতায় ২০২৫ সালের মধ্যে প্রায় ২০ কোটি নাগরিককে স্মার্টকার্ড দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ইইউডি/এনএসআর