ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহীর ১৫ ইউপিতে আ'লীগ ৯, বিদ্রোহী ৫, বিএনপি ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
রাজশাহীর ১৫ ইউপিতে আ'লীগ ৯, বিদ্রোহী ৫, বিএনপি ১

রাজশাহী: রাজশাহীতে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা ৯টি, দলের বিদ্রোহীরা ৫টি ও বিএনপির এক নেতা বিজয়ী হয়েছেন।  

সোমবার জেলার দুটি উপজেলার ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়।

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের ৫, আওয়ামী লীগের বিদ্রোহী ৩ ও বিএনপির এক নেতা জয়ী হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সদর ইউনিয়নে মাসিদুল গণি মাসুদ (আওয়ামী লীগ), মোহনপুর ইউনিয়নে খাইরুল ইসলাম (আওয়ামী লীগ), পাকড়ী ইউনিয়নে জালাল উদ্দিন (আওয়ামী লীগ), রিশিকুল ইউনিয়নে মোকলেসুর রহমান মুকুল (আওয়ামী লীগ বিদ্রোহী), মাটিকাটা ইউনিয়নে সোহেল রানা (আওয়ামী লীগ বিদ্রোহী), দেউপাড়া ইউনিয়নে বেলাল উদ্দিন সোহেল (আওয়ামী লীগ), বাসুদেবপুর ইউনিয়নে নজরুল (আওয়ামী লীগ বিদ্রোহী), চরআষাড়িয়াদহে আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ)। এখানে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে আশরাফুল ইসলামকে সমর্থন দেয় আওয়ামী লীগ। গোগ্রাম ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা হযরত আলী।

এদিকে, তানোরে ৬টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিদ্রোহীরা জয়ী হয়েছেন। তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে মজিবর রহমান (আওয়ামী লীগ), বাঁধাইড় ইউনিয়নে আতাউর রহমান (আওয়ামী লীগ), কলমা ইউনিয়নে খাদিমুন্নবী চৌধুরী বাবু (আওয়ামী লীগের বিদ্রোহী), পাঁচন্দর ইউনিয়নে আবদুল মতিন (আওয়মী লীগ), তালন্দ ইউনিয়নে নাজিমুদ্দিন বাবু (আওয়ামী লীগের বিদ্রোহী), কামারগাঁ ইউনিয়নে ফজলে রাব্বী ফরহাদ (আওয়ামী লীগ)।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।