ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন: সিলেটে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
ইউপি নির্বাচন: সিলেটে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

সিলেট: দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৪৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে জেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে চলে ভোটগ্রহণ।

ভোট গণনা শেষে সিলেটের ৩ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি, একটিতে জামায়াত ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ৩টি উপজেলায় ভোটের ফলাফলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।  

সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে মোগলগাঁওয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া, কান্দিগাঁওয়ে জামায়াত নেতা আবদুল মনাফ, জালালাবাদ ইউপিতে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক ও হাটখোলা ইউপিতে খেলাফত মজলিস নেতা মাওলানা রফিকুজ্জামান বিজয়ী হয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ৫টির মধ্যে ইসলামপূর পূর্ব ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র আলমগীর হোসেন আলম(আনারস), তেলিখালে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল ওয়াদুদ আলফু (আনারস), ইছাকলসে বিএনপি সমর্থক সাজ্জাদুর রহমান (সিএনজি), উত্তর রণিখাইয়ে আওয়ামী লীগের ফয়জুর রহমান (নৌকা) ও দক্ষিণ রণিখাইয়ে আওয়ামী লীগের ইকবাল হোসেন ইমাদ (নৌকা) বিজয়ী হয়েছেন।

বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুরে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌরিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রহমান মাখন, বোয়ালজোড় ইউনিয়নে আওয়ামী লীগের আনহার মিয়া, দেওয়ানবাজারে বিএনপির নাজমুল আলম ও পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।  

এদিন বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের সাড়া জাগানো উপস্থিতি ছিল। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের কাঙ্খিত জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।  

দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের নির্বাচন অনুষ্ঠিত ৪৪টি ইউনিয়নের মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।