ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

নওগাঁয় আ.লীগ ১১ ও ৯টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
নওগাঁয় আ.লীগ ১১ ও ৯টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

নওগাঁ: নওগাঁর সদর উপজেলা ও রানীনগর উপজেলার মোট ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ১১ জন, বিদ্রোহী প্রার্থী ৯ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ৬ জন ও বিদ্রোহী প্রার্থী ৬ জন নির্বাচিত হয়েছে।

নির্বাচিতরা হলেন-বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা (নৌকা), বলিহার ইউনিয়নে মাসফিকুর রহমান মাহিন (নৌকা), চন্ডিপুর ইউনিয়নে খোরশেদ আলম রুবেল (নৌকা), তিলকপুর ইউনিয়নে রেজাউল করিম (নৌকা), শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু (নৌকা), বর্ষাইল ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা), শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন (বিদ্রোহী), হাসাইগাড়ী ইউনিয়নে জসিম উদ্দিন (বিদ্রোহী), কিত্তিপুর ইউনিয়নে আব্দুল হান্নান (বিদ্রোহী), দুবলহাটি ইউনিয়নে গোলাম আজম (বিদ্রোহী), হাপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা (বিদ্রোহী), বক্তারপুর ইউনিয়নে সারোয়ার কামাল চঞ্চল (বিদ্রোহী)।

রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে নৌকা  প্রতীক নিয়ে ৫ জন ও বিদ্রোহী প্রার্থী ৬ জন নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন-খট্টেশর ইউনিয়নে চন্দনা শারমিন (নৌকা), গোনা ইউনিয়নে আব্দুল খালেক (নৌকা), মিরাট ইউনিয়নে জিয়া রহমান (নৌকা), একডালা ইউনিয়নে শাহ জাহান আলী (নৌকা), বরগাছা ইউনিয়নে আব্দুল মতিন (নৌকা), কাশিমপুর ইউনিয়নে মোখলেছুর রহমান বাবু (বিদ্রোহী), কালীগ্রাম ইউনিয়নে আব্দুর ওহাব চাঁন (বিদ্রোহী), পারইল ইউনিয়নে জাহিদুর রহমান জাহিদ (বিদ্রোহী)।

এর আগে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পযাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। ২০ ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়নে ব্যালোট পেপার ও সদর উপজেলার ১টি ও রানীনগর উপজেলার ১টি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৬৫ জন ও রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।