ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাড়াইলে ইউপি চেয়ারম্যান পদে নৌকার ৩, লাঙ্গলের ৩ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
তাড়াইলে ইউপি চেয়ারম্যান পদে নৌকার ৩, লাঙ্গলের ৩ প্রার্থী জয়ী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩ জন, জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হলেন-উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদে মো. ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদে মো. আফরোজ আলম ঝিনুক ও দামিহা ইউনিয়ন পরিষদে একে মাইনুজ্জামান নবাব।  

লাঙ্গল প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হলেন-জাওয়ার ইউনিয়ন পরিষদে মো. এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদে মো. আশরাফ উদ্দিন আসাদ ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদে মো. সাঈম দাদ খান নওশাদ।  

এছাড়া তালজাঙ্গা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু জাহেদ ভূঞা আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।