ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাজিতপুরের ১১ ইউনিয়নেই নৌকার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
বাজিতপুরের ১১ ইউনিয়নেই নৌকার 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবক’টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হলেন-উপজেলার ১ নং হুমাইপুর ইউনিয়ন পরিষদে রফিকুল ইসলাম ধনু, ২ নং দিলালপুর ইউনিয়ন পরিষদে গোলাম কিবরিয়া নোভেল, ৩ নং বলিয়ার্দী ইউনিয়ন পরিষদে আবুল কাশেম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৪ নং সরারচর ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান স্বপন, ৫ নং হালিমপুর ইউনিয়ন পরিষদে ওমর ফারুক রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ৬ নং হিলচিয়া ইউনিয়ন পরিষদে মাযহারুল হক নাহিদ, ৭ নং দিঘীরপাড় ইউনিয়ন পরিষদে আব্দুল কাইয়ুম, ৮ নং পিরিজপুর ইউনিয়ন পরিষদে জাফর ইকবাল জুয়েল, ৯ নং মাইজচর ইউনিয়ন পরিষদে তাবারক মিয়াজি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ১০ নং গাজিরচর ইউনিয়ন পরিষদে মো. জুয়েল মিয়া ও ১১ নং কৈলাগ ইউনিয়ন পরিষদে কায়সার এ হাবিব।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।